প্রবল বৃষ্টির কারণে ভারতের হায়দ্রাবাদে দেয়াল ধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির তোড়ে ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে দেয়ালটি। হায়দ্রাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এক টুইট বার্তায় জানান, বান্দলাগুড়ার মোহাম্মদীয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছে বলে খবরে জানানো হয়েছে।
গত তিন দিন ধরেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল বৃষ্টি হচ্ছে। তেলেঙ্গানায় ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে উড়িষ্যাতেও ভারী বৃষ্টি হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি