আজারবাইজানের বিরুদ্ধে নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে আর্মেনিয়া।
চুক্তির কয়েক মিনিটের মধ্যেই আজ এ হামলার অভিযোগ উঠে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে আজারবাইজান।
এ ব্যাপারে আজারবাইজানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, রাশিয়া ও ফ্রান্সের মধ্যস্থতায় সহিংসতা বন্ধে চুক্তির ব্যাপারে সম্মত হয় দুই দেশ। শনিবার আর্মেনিয়ার ছোঁড়া গোলায় আজারবাইজানের অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় ৪০ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি