তালেবানের হামলায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।
বাদাখশান প্রদেশের সাংসদ হুজ্জাতুল্লাহ খেরাদমান্দ জানান, প্রদেশটির সীমান্তবর্তী এলাকা মাইমে জেলায় শুক্রবার, তালেবানরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রথমে বন্দি ও পরে গলা কেটে হত্যা করে। গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২৩টিতে হামলা ও নাশকতামূলক তৎপরতা চালিয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, ওই হামলা পরিচালনাকারী ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন বলে জানা গেছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায়িত্ব স্বীকার করে জানান, আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান শুরু করবে, এমন খবরের ভিত্তিতে তারা আগাম হামলা চালায়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি