বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি শপিংমলে অন্তত ৮ জন আহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উইসকনসিনের মে ফেয়ার মলে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারী পালিয়ে যান। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্দুকধারী শপিংমলে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। হামলাকারীকে গ্রেফতারে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি