মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেয়ার অনুরোধ জানিয়েছেন, তার ঘনিষ্ঠ মিত্র নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ অনুরোধ জানান তিনি। এ সময় রাষ্ট্রপতির লিগ্যাল টিমের আচরণ জাতির জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন ক্রিস।
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর তার বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি। কিন্তু বাইডেন জয়ী হওয়ায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আসছেন ট্রাম্প। এমনকি ভোটে কারচুপির অভিযোগ এনে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলাও করেছেন তিনি। এমনই পরিস্থিতিতে নিজেকে ট্রাম্পের সমর্থক দাবি করে এবং ভোট দেয়ার কথা স্বীকার করে ক্রিস এমন অনুরোধ জানালেন ট্রাম্পকে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি