শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদেকে হত্যার ঘটনায় ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ সকল ধরনের হত্যা বা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে উল্লেখ করে সংস্থাটির মুখপাত্র, এ অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এমন সব পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানান।
দেশটির রাজধানী তেহরানের কাছে শুক্রবার আততায়ীরা বোমা ছুঁড়ে ও গুলি করে পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদেকে হত্যা করে। ফখরিযাদে ইরানে বোমার জনক হিসেবে পরিচিত ছিলেন।
এ বিজ্ঞানীকে হত্যার পেছনে ইসরাইল রয়েছে বলে দাবি করছে ইরান। তবে ইসরাইল এ অভিযোগ অস্বীকার করেছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি