অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল ভারত। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের শুন্য রেখা থেকে বিএসএফ তাদের ভারতে নিয়ে যায়।
এর আগে ১৮ জানুয়ারি রাত সাড়ে আটটায় বিএসএফ গেইট খুলে নারী, পুরুষ শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন এর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি শূণ্য রেখায় আগত দলটিকে থামিয়ে দেয়। এরপর থেকে ৪ দিন সীমান্ত রেখায় অবস্থান করছিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। কিন্তু আজ সকালে কোন বৈঠক ছাড়াই তাদের সীমান্ত থেকে সরিয়ে নেয়া হয়।
২৫ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কবির জানান, সকালে বিএসএফ বিজিবির সাথে কোনরকম বৈঠক ছাড়াই আশ্রিত রোহিঙ্গাদের ধাপে ধাপে ভারতে নিয়ে যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি