ভারতের মহারাষ্ট্রে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়, পুনে’র লাউসা রোডের উরভাদে গ্রামের এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামের ওই স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানাটিতে অ্যালকোহল থাকায় তা আগুনের সংস্পর্শে এসে আরও ভয়ঙ্কর রূপ নেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১২টি ইঞ্জিন।
এদিকে, অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মৃত ব্যক্তিদের পরিবার প্রতি দুই লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন।