বিশ্বসেরা সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরে আছেন মেসি, চারদিকে উড়ছে কনফেত্তি। আর্জেন্টিনার সমর্থক মানেই এমনটাই চাওয়া। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পর ট্রফির পাশ দিয়ে বিমর্ষমুখে মেসির হেঁটে যাওয়াটা এখনো ভুলতে পারেননি আর্জেন্টিনার ভক্তরা। চিরকালীন দুঃখ হয়ে থাকবে সেই দৃশ্যটা মেসি ভক্তদের মনে।
আট বছর পর আবারও একটি বিশ্বকাপ। মেসির সেই আক্ষেপটা কি এবার ঘুচবে? ঘোচানোর সুযোগ অবশ্য রয়েছে। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই আর্জেন্টিনা ভক্তদের স্বপ্ন দেখাতে পারবেন মেসি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকেরা প্রস্তুতি নিতে পারবেন, সেই স্বপ্নের দৃশ্যের সাক্ষী হওয়ার।
ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও এমনটাই চান। মেসির হাতে কাপ মানেই আর্জেন্টিনার বিশ্বজয়। গত সোমবার কাতারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রোনালদো এটাও বলেছেন, একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনার বিশ্বজয় তার অহমে আঘাত দেবে। রোনালদো বলেন, ‘আমি চাই মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে। মনেপ্রাণেই চাই। কিন্তু নিজের ব্রাজিলিয়ান সত্তা আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাইছে না।
এছাড়া আর্জেন্টিনা দলের খেলা খুব একটা পছন্দ হয়নি রোনালদোর। তবে এই কিংবদন্তির মনে ধরেছে এই দলের জেতার আকাঙ্ক্ষা ও দৃঢ় প্রত্যয়। রোনালদো বলেন, এই দলের খেলোয়াড়েরা মাঠে প্রচুর দৌড়ায়। মানসিকভাবে তারা খুবই আক্রমণাত্মক। তাদের মেসির মতো একজন তারকা আছে। সে যেকোন সময ম্যাচের চেহারা বদলে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি খুশি হব, যদি মেসি এবারের বিশ্বকাপ জেতে।
শুধু রোনালদোই নয়, সারা বিশ্বের কোটি ভক্তরাও তাই চায়। ফুটবলকে দুহাত ভরে দিয়েছেন মেসি। এখন সময় এসেছে ফুটবলের, মেসিকে কিছু দেওয়ার। আর সেটা অর্জন করে নিতে ভালই জানেন এলএম10।