সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার উষ্ণ দ্বৈরথের বিষয় কারও অজানা নয়। আজ (শনিবার) বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে দু’জনের দল মুখোমুখি হয়েছে। যেখানে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তামিমের ফরচুন বরিশাল। ম্যাচ শেষে দু’জন হাতও মিলিয়েছেন। তবে মাঠে মুখোমুখি দেখা হলেও কেউ কারোর সঙ্গে কথা বলেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানিয়েছেন তামিম। লম্বা সময় (চার মাস) পর আবারও বাইশ গজে ফিরেছেন দেশসেরা এই ওপেনার। মাঠে ফেরার দিনে অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই তিনি ব্যাটিং করেছেন। নবীর বলে স্ট্যাম্পিং হওয়ার আগে তামিম করেছেন ২৪ বল খেলে ৩৫ রান।
১১৮ রান দিন পর ক্রিকেটে ফিরে অবশ্য ভালো কিছুরই আভাস দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সবমিলিয়ে এই ৩৫ রানের মধ্যে দিয়ে জানান দিলেন ‘আমি আছি, ফুরিয়ে যাইনি’।