বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১০০ কোটি ইউরো (১২ হাজার ৭৫০ কোটি টাকা) রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের হিসাব প্রকাশ করে তারা, সেখানেই এ তথ্য জানানো হয়।
সর্বশেষ অর্থবছরে সব মিলিয়ে রিয়ালের আয় ১০৭ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৬৯০ কোটি টাকার কাছাকাছি।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৩-২৪ অর্থবছরে আমাদের মোট পরিচালন আয় হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা আগের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো বেশি। এ সময় সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও ক্লাবটি ১ বিলিয়ন ইউরো আয় করতে সফলকাম হয়েছে। যেকোনো ফুটবল ক্লাবের জন্য যা নজিরবিহীন ঘটনা।’
বিবৃতিতে রিয়াল আরও জানিয়েছে, স্পেন সরকারকে কর পরিশোধের পর ২০২৩-২৪ অর্থবছরে তাদের লাভের পরিমাণ ১ কোটি ৬০ লাখ ইউরো যা আগের অর্থবছরের চেয়ে ৩২ শতাংশ বেশি।
আয় বাড়ার সঙ্গে সঙ্গে রিয়ালের সম্পদের মূল্যও বেড়ছে। গত ৩০ জুন পর্যন্ত ক্লাবটির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৪০ লাখ ইউরো।