বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৫তম ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে রংপুর রেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
এবারের আসরে সিলেটের এটি সপ্তম ম্যাচ। রংপুরের ষষ্ঠ ম্যাচ। দু’দলই ১টি করে ম্যাচ জিতেছে। তাই দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আজ খেলতে নেমেছে সিলেট ও রংপুর।
সিলেট থান্ডার একাদশ : মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, রাদারফোর্ড, নাইম হাসান, সোহাগ গাজী, মনির হোসেন, এবাদত হোসেন ও নাভেন উল হক।
রংপুর রেঞ্জার্স একাদশ : শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাইম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগোরি, জহিরুল ইসলাম, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, আরাফাত সানি, আল-আমিন, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি