শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।গতকাল বাংলাদেশ বিশ্বকাপের ১ম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। মাত্র ১১.২ ওভারেই জয়ের দারে পৌঁছে যায় বাংলাদেশ। বিশ্বকাপের সব থেকে দ্রুত জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। সেই সাথে বাংলাদেশ যুবাদের ওপেনার তানজিদ তামিমের ঝড়ো ১০ বলে ৩২ নজর কেড়েছে সবার।
বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে করেন ২৯ রানের জুটি। তারপরেই শুরু হয় বাংলাদেশের বোলিং তাণ্ডব। শরিফুল সাকিবদের দারুণ বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।২৮ ওভারের পর বৃষ্টিতে জিম্বাবুয়ের ইনিংস সেখানেই শেষ হয়ে বৃষ্টিবিঘ্নিত আইনে ২২ ওভারে ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ শুরু করে ব্যাটিং তাণ্ডব।
দলীয় পরিকল্পনায় প্রথম ওভার থেকেই তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিং এ মাত্র ১৮ বলেই ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলে নেয় বাংলাদেশ। মাত্র ১১.২ ওভারেই বাংলাদেশ জয়লাভ করে। তানজিদ হাসান ১০ বলে ৩২ রান, পারভেজ হোসেইন ইমন ৩৩ বলে ৫৮ রান ও মাহমুদ হাসান জয় ২৬ বলে ৩৮ রান করেছেন। তানজিদের দানবীয় ১০ বলে ৩২ রানের ইনিংসের প্রশংসা করেছে আইসিসি।
আইসিসি তাদের অফিসিয়াল পেজে তানজিদ হাসানের ছবি আপলোড করে লিখেছেন, “১০ বলে ৩২ রান ৩ ছয় ৩ চার, সত্যি বলতে এটা যে, তানজিদ তামিম বাংলাদেশের ইনিংসে প্রথম থেকেই ছিল বিস্ফোরক ফর্মে।”
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি