চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচে রেড স্টার বেলগ্রেডের অর্জন ছিল মাত্র এক পয়েন্ট। আর গোল হজম করেছে ১০টি। গ্রুপ পর্বে এই দুর্বল দলের মাঠেই ২-০ গোলে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল লিভারপুল।
প্রথমার্ধে লিভারপুলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অধিকাংশ সময় বল দখলে রাখলেও গোল বঞ্ছিত থাকতে হয় লিভারপুলকে।
অধিকাংশ সময় বল দখলে রাখা লিভারপুল উল্টো ম্যাচের ২২ মিনিটে কর্নার থেকে গোল হজম করে বসে। বেলগ্রেডের পক্ষে গোল করেন মিলান পাভকোভ।
পিছিয়ে পড়ার ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতে আবারও গোল হজম করে অতিথিরা। ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামকে কাটিয়ে কিছুটা এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট শটে নিজের দ্বিতীয় গালটি করেন সার্বিয়ার ফরোয়ার্ড পাভকোভ।
প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা লিভারপুল ৫৫ মিনিটে সুযোগ পেয়েছিল। কিন্তু জেমস মিলনারের ক্রসটি আরেক জনের গায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসলে সুযোগটি নষ্ট হয়।
শেষ পর্যন্ত দুর্বল প্রতিপক্ষের কাছে হেরেই মাঠ ছাড়ে ক্লোপের শিষ্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি