ইংলিশ লিগে সময়টা এখন খারাপ যাচ্ছে লিভারপুলের। যার শুরুটা হয়েছিল সদ্য বিদায় নেওয়া বছরের ঠিক শেষ দিকে।
ড্রয়ের ফাঁদে আটকে বছরের শেষ দুটি ম্যাচে হোঁচট খেয়ে বসেছিল দ্য রেড শিবির। অমীমাংসিত ম্যাচের কষ্ট ভুলে নতুন বছরটা নতুনভাবে শুরু করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু হলো ঠিক তার উল্টো। নিতে হলো আরও খারাপ অভিজ্ঞতার স্বাদ। জয় দিয়ে রাঙানো হলো না নতুন বছরের শুরুটা।
সেইন্ট ম্যারি স্টেডিয়ামে প্রতিপক্ষ যখন ঘরেরদল, তখন তো রেকর্ডটা আরও ভালো লিভারপুলের। ৬ প্রিমিয়ার লিগ ম্যাচেই সাউদ্যাম্পটনকে হারিয়েছে অলরেডরা। যেখানে ১৭ গোলের বিপরীতে ক্লপ বাহিনীর জালে গেছে মাত্র ২টি। কিন্তু নতুন বছরটা ভালোভাবে শুরু হলো না লিভারপুলের। সাউদ্যাম্পটনের বিপক্ষে অলরেডরা হারলো ১-০ গোলে। সেইন্টদের হয়ে একমাত্র গোলটি করেছেন উইলিয়ামস।