নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সমাপনিতে মাশরাফির অনুরোধে নড়াইল শহরে একটি ইনডোর স্টেডিয়াম করার ঘোষণা দিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ মঙ্গলবার বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সমাপনি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন।
উল্লেখ্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিম মোর্ত্তজার ব্যাবস্থাপনায় ওয়ালটন ও মিনা বাজারের সহযোগিতায় গত ২৯ ডিসেম্বর বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলার উদ্বোধন করেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ।
খেলায় মোট পাচটি দল অংশগ্রহণ করে এতে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে এসএম সুলতান একাদশ জয়লাভ করে। সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাশরাফি বিন মোর্ত্তাজা, ডিআইজি শেখ নাজমুল আলম,জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পুলিশ সুপার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।