লক্ষীপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল (সোমবার) রাতে রামগতি উপজেলা গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিজয় টিভির লোগো বসানো তিনটি ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, পেনড্রাইভসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের বিজয় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে তারা সরকারের উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করে প্রতিবেদন করার জন্য ঢাকা থেকে এসেছেন বলে জানায়।
সন্ধ্যায় খবর পেয়ে বিজয় টিভির জেলা প্রতিনিধি মিলন তাদের সম্পর্কে খোঁজখবর নেন। সাংবাদিক পরিচয়ধারী ৪ যুবক প্রতারক বলে তিনি নিশ্চিত হওয়ার পর পুলিশকে বিষয়টি জানান। পরে তাদের আটক করে পুলিশ। তারা এর আগেও বিভিন্ন চ্যানেলের লোগো ব্যবহার করে একাধিক এলাকায় গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি