সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিণতি খারাপ হবে বলে জানিয়েছেন, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ (রোববার) দুপুরে, খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। র্যাব ডিজি বলেন, সুন্দরবনে নতুন করে দস্যুতায় নেমে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।
এসময় আরও দু’জন দস্যু আটক ও দু’জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, গুলি, দস্যুতায় ব্যবহারিক অন্য জিনিসপত্র ও ট্রলার জব্দ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি