দেশের অন্যতম প্রধান রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা যায়, সোমবার বিকালে ফাহিম এলেভেটর দিয়ে ওই ভবনে ঢুকছেন। তার পেছনেই মাথায় টুপি, মুখে মাস্ক, হাতে গ্লভসসহ স্যুট পরা এক লোক একটি স্যুটকেস নিয়ে ঢুকছিলেন।
ফাহিম তার বাসায় ঢোকার সময়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন; তাকে নিস্তেজ করা হয়ে থাকতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। তা খণ্ডিত দেহ পাওয়া গেছে প্লাস্টিকের ব্যাগে; করাতে তেমন রক্ত দেখা যায়নি। এতে ঘাতক খুবই ধূর্ত বলে মনে করছেন তারা।
এদিকে লাশ উদ্ধারের পর স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।
জানা যায়, গত বছর প্রায় ২.২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ম্যানহাটনের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম। তার বাড়ি চট্টগ্রামে। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন তিনি। নাইজেরিয়া আর কলম্বিয়াযতের তার দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি