কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, তুলা উৎপাদনে সরকার তুলা উন্নয়ন বোর্ড সিডিবি’কে শক্তিশালী করছে। সম্প্রতি তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ভৌত অবকাঠামো, যন্ত্রপাতি, ল্যাবরেটির স্থাপন ও দক্ষ জনবল নিয়োগ করছে। যাতে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী নতুন জাত উদ্ভাবন করে তুলা উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়।
মন্ত্রী গতকাল বিশ্ব তুলা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
২০৪১ সালের মধ্যে দেশে ২০ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিডিবি। দুই লাখ হেক্টর জমিতে তুলা চাষ করে এ লক্ষ্য অর্জন সম্ভব, সেজন্য হেক্টর প্রতি গড় উৎপাদন ১০ বেলে উন্নীত করতে হবে। বাংলাদেশে গত অর্থবছরে হেক্টর প্রতি গড় উৎপাদন ছিল ছয় দশমিক ১৫ বেল, যেখানে বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশসমূহে হেক্টর প্রতি গড় উৎপাদন ১০ বেলের উপরে।
অনুষ্ঠানে জানান হয়, বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরে ৪৪ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে ও এক দশমিক ৭১ লাখ বেল উৎপাদিত হয়েছে। সম্প্রতি সিডিবি’র হাইব্রিড উন্নত জাতের তুলা উদ্ভাবন ও চাষের ফলে তুলা উৎপাদন বাড়ছে।
সিডিবি’র নির্বাহী পরিচালক মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজারি কমিটির নির্বাহী পরিচালক কাই হিউজেস, খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান এস এম বখতিয়ার, মিশরের কটন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক আল সাইদ নেগম বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজারি কমিটির টেকনিক্যাল ইনফরমেশনের হেড কেশব ক্রান্তি ও সিডিবির নির্বাহী পরিচালক মো: ফরিদ উদ্দিন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি