রাজধানীর আরমানিটোলায় মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় দুই কেমিক্যাল ব্যবসায়ীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- ভবনটির নিচতলার ভাড়াটিয়া ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৪২) ও মোহাম্মদ মোস্তফা (৪৫)।
এর আগে সোমবার (২৬ এপ্রিল) আসামি মোস্তাফিজুর রহমানকে বগুড়ার নন্দীগ্রাম থেকে এবং মোহাম্মদ মোস্তফাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে র্যাব।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় ভবনের মালিক মোস্তফাসহ আটজনের নামে মামলা করেন পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
উল্লেখ, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশনের নামের ঐ ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।