গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ৬১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ২৪ দশমিক ১৮ শতাংশ।
শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ এবং চট্টগ্রামের দশটি ল্যাবে গতকাল বৃহস্পতিবার ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন ৬১৬ জন পজিটিভ শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৩৬৭ জন ও ১৩ উপজেলার ২৪৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৯৩ হাজার ৮৮৪ জনে এসে দাড়ালো। এদের মধ্যে শহরের বাসিন্দা ৬৯ হাজার ৪১ জন ও গ্রামের ২৪ হাজার ৮৪৩ জন।
গতকাল করোনায় শহরের তিন ও গ্রামের ৫ রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা এখন ১ হাজার ১১১ জন। এতে শহরের বাসিন্দা ৬৪৩ জন ও গ্রামের ৪৬৮ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৬১ জন। জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬০ হাজার ৩৪১ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৬৮২ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৫১ হাজার ৬৫৯ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ৪১৫ জন এবং ছাড়পত্র নেন ৩৮৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ হাজার ৪৫২ জন।