বগুড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহনেওয়াজ শাওনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে সাতমাথায় বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি ও টেলিভিশন ক্যামেরাপার্সন এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। সাংগঠনিক সম্পাদক মেহেরুল সুজনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জিএম সজলসহ অন্যরা। এ সময় জড়িতদের গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টেমেটাম ঘোষণা করেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি