রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষ্যে কক্সবাজারে সমাবেশ করেছেন রোহিঙ্গারা।
শুক্রবার (২৫ আগস্ট) গণহত্যার ৬ বছর ঘিরে ৩৪টি ক্যাম্পে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ‘হোপ ইজ হোম’ ক্যাম্পেইন পালন করেছেন রোহিঙ্গারা। সমাবেশটির আয়োজন করে রোহিঙ্গা এফডিএএন রিপ্রেজেনটেটিভ কমিটি।
এ সময় তারা বলেন, দেশে ফেরাতে টালবাহানা করছে মিয়ানমার। এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তুলে ধরা হবে। তারপরও যদি ফেরত না নেয় তাহলে সীমানা পেরিয়েই নিজ দেশে ঢোকার হুঁশিয়ারি দেন বক্তারা।
২০১৭ সালের ২৫ আগস্ট দেশটির সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু, বুচিদং ও রাসেথং জেলার রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে। সে সময় প্রাণে বাঁচতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। তখন সীমান্ত অতিক্রম করে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নেয়। ওই দিনটিকে স্মরণে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে পালন করে আসছে।
জানা গেছে, রোহিঙ্গা গণহত্যার ৬ বছর পূর্তির উপলক্ষ্যে কক্সবাজারের রোহিঙ্গারা দিবসটি পালন করেন। তারা সেখানে মিয়ানমারে গণহত্যার বিচার, দ্রুত প্রত্যাবাসনসহ কয়েকটি দাবি তুলে ধরেন।
এদিকে বিশ্লেষকরা বলছেন, রহিঙ্গাদের জোর করে নিজ দেশে পাঠানো হলে আবারো ফেরত আসার আশঙ্কা রয়েছে। তাই প্রত্যাবাসন কার্যক্রমে অবশ্যই রোহিঙ্গাদের মতামত নিতে হবে।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রয়েছে ১০ লাখের বেশি রোহিঙ্গা।