নওগাঁয় জাল নোট তৈরির সরঞ্জামসহ শাহীন নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত শাহীন শহরের মেরিগোল্ড পাড়ায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ২ লাখ ৩২ হাজার ৬০০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি