কক্সবাজারের চকরিয়ায় জেলে সেজে সারা রাত অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এসব ইয়াবা জব্দের তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পাওয়া যায় রোববার রাতে ইয়াবার একটি বড় চালান উপজেলার পশ্চিমে মহেশখালী চ্যানেল হয়ে চট্টগ্রামের দিকে যাবে। এ খবর পেয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জেলে সেজে সারারাত অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি ট্রলারে অভিযান চালালে ট্রলারের চালকসহ লোকজন নদীতে সাঁতরে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৫টি প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২৫টি প্যাকেটে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আালী বলেন, ইয়াবা জব্দের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।