ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় শিপন মোল্লাকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার রাতে কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন পশ্চিমদী মুজাহিদ নগর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাকে আটক করে এলাকাবাসী। এলাকাবাসী জানান, হবি মোল্লা ছেলের শিপন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকা চুরি-ডাকাতি করে আসছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামের সবাই তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হবি মোল্লার ছেলে সিপন মোল্লা (২৮) দুই তরুণীকে তাদের সঙ্গে থাকা ছেলে বন্ধুসহ পাঁচজনকে তেঘরিয়া ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় একটি সড়কে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে। পরে তিনজন বন্ধুকে ছেড়ে দিয়ে দুই তরুণীকে সিপন মোল্লা গোয়ালপাড়া বাসায় নিয়ে কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। ঐ তরুণীর বন্ধুরা শনিবার সকাল ৬টার দিকে কদমতলী গিয়ে কিছু ছাত্রদের বিষয়টি খুলে বললে সঙ্গে সঙ্গে ছাত্ররা সিপন মোল্লার বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে।
গুরুতর অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সিপন মোল্লাসহ তার সহযোগীরা বাড়ি ছাদ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরজিৎ কুমার জানান, এলাকাবাসী আটক করে শিপন মোল্লাকে থানায় সোপর্দ করেছে। ভিকটিমদের পরিবার এসে থানায় মামলা করেছেন। আমরা আসামিকে আদালতে পাঠিয়েছি।