জামালপুরে ইসলামপুর উপজেলায় চিনাতুলি ইউনিয়নে তিন শতাধিক বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সাংসদ ফরিদুল হক খান দুলাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি নজরুল ইসলাম বাবুসহ অন্যরা। বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি