ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোচালক সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছ উদ্দিন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার পাগলা চাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত এখলাছ একজন মাদক কারবারী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলায় অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এখলাছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি