দেশ যখন এগিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে যুবলীগ উত্তরের আলোচনা সভা এসব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিবিদ আব্দুল বারাকাত বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানে নিয়ে কারা প্রশাসনের বিচারের মুখোমুখী করলে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন সফল হবে না। অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি