বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাকে বাস্তবায়ন করতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ।
রবিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ার ছত্রকান্দা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে কোনো বাঁধা বা কেউ বানচাল করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দু- মুসলিম- বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ ভুলে এই উৎসবকে প্রাণবন্ত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি