বগুড়া শহরের কামারগাড়ী এলাকা থেকে শাওন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (শনিবার) সকালে কামারগাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিজের ভাড়া করা অটোরিকশার ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে শুক্রবার রাতে শাওন তার ভাই মেহেদীর অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন।
রাতে তিনি বাসায় না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে, আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। রিকশার ব্যাটারি ছিনতাই করতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি