দিনাজপুরের বিরামপুর ও পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ভোরে, দিনাজপুরের বিরামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ফেরদৌস ফাহিম নামে এক ব্যক্তি নিহত হন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফাহিম ঘটনাস্থলেই মারা যান। এদিকে, গতকাল মধ্যরাতে পাবনার সাঁথিয়ার সমুকজানি বাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সরোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি