ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে ট্রাক থেকে পড়ে কাচ্চু রায় নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘনাটি ঘটে। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর গ্রামের হরি রায় এর ছেলে।
জানা যায়, কাচ্চু রায় ও তার সহযোগিরা সকালে নরসিংদী থেকে কাঠাল কিনে ট্রাকযোগে মাধবপুর যাবার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকায় ট্রাকটি হঠাৎ ব্রেক করলে কাচ্চু ট্রাকের উপর থেকে ছিটকে ট্রাকটির চাকার নীচে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ট্রাকটি হার্ডব্রেক করার কারণে গাড়ি থেকে সে ছিটকে পড়ে মারা যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি