বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে চাইশৈহ্লা মারমা (৩৬) নামে জেলা সদরের ২ নম্বর কুহালং ইউনিয়নের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাতে ওই ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউপি সদস্য চাইশৈহ্লা মারমাকে সোমবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির আঙিনায় এসে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই ওই এলাকা পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি