আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে লকডাউন হচ্ছে রেড জোন হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জ শহরের ‘মাঠপাড়া’ এলাকা। ৯ জুলাই পর্যন্ত এ এলাকায় জনসাধারণের চলাচল এবং জীবনযাত্রা নিয়ন্ত্রিত থাকবে।
এ বিষেয়ে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান বলেন, করোনা সংক্রমণরোধে এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জনগণের স্বার্থেই এ প্রচেষ্টা। এবারের লকডাউনে এলাকাবাসীর যাবতীয় সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবক থাকবে। তবে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি