নানা অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অশালীন আচরণের অভিযোগে, ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান সিকদারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ইউপি সদস্যরা।
দুপুরে, ১০ জন ইউপি সদস্য ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনাস্থা প্রদান করেন। জেলা প্রশাসক মো. জোহর আলী তাদের লিখিত অভিযোগ গ্রহণ করে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এদিকে, অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জানান, ইউপি সদস্যদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। এটা শিগগিরই সমাধান করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি