এমন কি ঘটনা ঘটেছিল সিনহাকে এক থেকে দেড় মিনিটের মধ্যে গুলি করা হলো; এ প্রশ্নের উত্তর জানতে বরখাস্তকৃত ওসি প্রদীপসহ সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামিকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরওয়ার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাস্থলেই হত্যাকাণ্ডের ঘটনাটি হুবহু উপস্থাপন করে দেখানোর মাধ্যমে প্রকৃত চিত্র দেখছেন তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ হয়েছে। দুপুরে কয়েক ঘণ্টা ধরে চলে ঘটনার সাক্ষ্য গ্রহণ। হত্যা মামলার প্রধান ৩ আসামি পৃথক পৃথকভাবে ঘটনা কিভাবে ঘটেছিল তা বর্ণনা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি