বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হুমায়ূন কবির আজ প্রথম দিনের মতো সাক্ষ্য দিয়েছেন।
আজ (রোববার) সকালে, শিশু আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে দুপুর পৌনে একটা পর্যন্ত চলার পর আজকের মতো সাক্ষ্য গ্রহণ মুলতবী করেন হাফিজুর রহামানের আদালত।
এর আগে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, আগামীকাল সকাল থেকে ২য় দিনের মতো তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে গত ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন শিশু আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি