সিলেটের গোলাপগঞ্জ ও বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
সকালে সিলেটের সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৩ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আশংকাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিলে, তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে, বরগুনার আমতলীর ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি