‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’ প্রতিপাদ্যে শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাত দিনের কর্মসূচি শুরু হয়েছে।
আজ (১০ ডিসেম্বর) বিকেলে, নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন শিখা প্রজ্জ্বলনের জন্য অগ্নিশিখা বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস, চট্টলবীর আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ সন্তান বোরহানুল হাসান চৌধুরীর হাতে তুলে দেন।
পরে, কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান হাসিনা মহিউদ্দিন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি