সাতক্ষীরার তালা বাজরের কাঁচা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিটের দিকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন আশে পাশে ছড়িয়ে পড়ার আগেই ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের ব্যবসায়ী জলিল সরদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মূর্হর্তের মধ্যে আমার দোকানসহ বিশ্বনাথ সাধু, শক্তি সাধু, জলিল সরদার, শেখ আবু সাঈদ, তৌহিদুল ইসলাম তরাব, কামাল মোল্লা ও মনোকরের মুদিও দোকানে ছড়িয়ে পড়ে। পাশেই ওয়াজ মাহফিল চলছিলো। তাৎক্ষণিক ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, আগুন বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে কয়েকটি দোকান পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।