হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাচারকালে ভিজিডির ৬২ বস্তা চালসহ জাবের মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন।
আটক যুবক জাবের মিয়া উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভিজিডি কর্মসূচির ৬২ বস্তা চাউলের বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির জন্য যাচ্ছিলেন জাবের মিয়া। স্থানীয় লোকজন তাঁকে চালসহ আটক করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান খান অভিযুক্ত জাবেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় তিন হাজার ১০০ কেজি (৬২ বস্তা) চাল জব্দ করা হয়।