চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও সমতা নারী উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এবারের স্লোগান “ সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তির অধিকার”। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভায় মিলিত হয়। আলোচনাসভা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইকবাল হোছাইন, সমাজসেবা দপ্তরের সহকারি পরিচালক সিরাজুম মনির আফতাবী, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামিম আলী, জেলা প্রতিবন্ধী সংস্থার পরিচালক আব্দুল মতিন, নব জাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মো. আমিনুল ইসলাম, সুইড বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা বলেন, অটিজমসহ সকল প্রতিবন্ধীদের বেঁচে থাকার অধিকার রয়েছে। তারা সমাজের বোঝা নয়, তারা সমাজেরই অংশ। তাদের প্রতি অবহেলা না করে, পাশে দাঁড়াতে হবে। বর্তমান সরকার অটিজমসহ প্রতিবন্ধীদের সাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছেন।
এসময় সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধিসহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি