প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ।
নদীর দুইপাড়ে মাছের নিষিক্ত ডিম সংগ্রহে বংশ পরম্পরায় অভিজ্ঞ জেলেরা অপেক্ষা করছেন। শনিবার রাতে ও রোববার সকালে গড়দুয়ারা থেকে মদুনাঘাট পর্যন্ত এলাকায় ডিম সংগ্রহকারীরা ‘নমুনা ডিম’ পেয়েছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যেহেতু নমুনা ডিম ছেড়েছে মা-মাছ, তাই এসব মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।কেউ যাতে মা-মাছ শিকার করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি