২০৪১ সালে উন্নত দেশ গঠনে মূল ভূমিকায় থাকবে চট্টগ্রাম বন্দর, বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মন্ত্রীদ। প্রতিমন্ত্রী বলেন, নদী দখল ও দুষণমুক্ত করতে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সভায় আরো উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরীসহ অন্যরা। সভা শেষে তিনি বন্দরের জেটি, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে টার্মিনালসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পরিদর্শন করেন।