মঙ্গলবার শুরু হচ্ছে সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন। এটি হবে চলতি দশম জাতীয় সংসদের একবিংশতম অধিবেশন।
এদিন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যসূচি ঠিক করা হবে। এ অধিবেশনেই আগামী ৭ই জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে, বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি