সম্প্রতি জাতিসংঘ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ উপাধিতে ভূষিত করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগ।
এ উপলক্ষ্যে নগরীর ২ নম্বর গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পাঁচলাইশ থানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কেবল জাতির পিতা নন, তিনি নিজ গুনে এখন বিশ্ব মানবতার নেতা। এ ধরণের নেতা বিশ্বে বিরল। তার আদর্শ অনুসরণীয় ও অনুকরণীয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবেদুল আযম মাসুদ, যুবলীগ নেতা জাকারুল হাসান টিটুসহ স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি