বর্তমান সরকার দুর্নীতি বন্ধ করতে বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন, বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের সঞ্জীবনী কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় বিভাগের প্রায় ৮০ জন ভুমি কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার আব্দুল মন্নানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ভুমি সংষ্কার বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রনালয়ের সচিব উম্মুল হাসনা। সভায় অনলাইনে নামজারীসহ ভুমির নামজারীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি