চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতটি আবাসিক হল পরিদর্শনের পর সেখানে কোনো ‘টর্চার সেল’ পাননি বলে জানিয়েছেন উপাচার্য ড. শিরিণ আখতার। এসময় আবাসিক শিক্ষার্থীরা তার কাছে কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।
গতকাল আবাসিক হল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের উপাচার্য বলেন, হলগুলোতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কর্মকাণ্ড আছে বলে অভিযোগ উঠেছিল কিন্তু সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ সময় ছাত্ররাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররাজনীতি যেন হয় শিক্ষার্থীদের কল্যাণের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য। তবে অপছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি